সর্বশেষ

» পাকিস্তান সিরিজে টিকিট বিক্রি থেকে কত আয় হলো বিসিবির?

প্রকাশিত: ২৭. জুলাই. ২০২৫ | রবিবার

ক্রীড়া ডেস্ক :: পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই গ্যালারি ছিল দর্শকে ঠাসা। ফলে টিকিট বিক্রি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মোটা অঙ্কের আয় হয়েছে বলেই ধারণা।

তবে বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ঠিক কত টাকার টিকিট বিক্রি হয়েছে। যদিও গুঞ্জন রয়েছে, এই সিরিজ থেকে বিসিবির আয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

এ বিষয়ে জানতে বিসিবির এক পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো চূড়ান্ত হিসাব আসেনি। যখন বোর্ডের কাগজে বিষয়টি উপস্থাপন হবে, তখনই নিশ্চিত করে বলা যাবে।

তিনি আরও জানান, কে কত বলেছে সেটা আমি জানি না। হিসাব এখনো চলছে। কতগুলো টিকিট কমপ্লিমেন্টারি ছিল, অফলাইনে কত বিক্রি হয়েছে—সবকিছু মিলিয়ে অডিট শেষে চূড়ান্ত অঙ্ক জানা যাবে। টিকিট কমিটি এখনো কোনো প্রতিবেদন জমা দেয়নি।

বিসিবি জানিয়েছে, সিরিজের শেষ ম্যাচ থেকে প্রাপ্ত টিকিট বিক্রির পুরো লভ্যাংশ (এনএসসির অংশ ও ছাপানোর খরচ বাদ দিয়ে) উত্তরার মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ব্যয় করা হবে।

সিরিজ শেষে আপাতত বিশ্রামে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এশিয়া কাপের আগে আন্তর্জাতিক কোনো সিরিজ নেই। তবে বিসিবি আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস কিংবা নেপালের বিপক্ষে একটি ছোট পরিসরের সিরিজ আয়োজনের চেষ্টা করছে। বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। সময় স্বল্পতার কারণে সিরিজ আয়োজন না হলে ক্রিকেটারদের নিয়ে একটি স্কিল ও ফিটনেস ক্যাম্প চালু করার পরিকল্পনাও রয়েছে।

সবমিলিয়ে, এশিয়া কাপের আগে ক্রিকেটারদের মাঠে ফেরাতে অন্তত একটি প্রস্তুতি সিরিজ আয়োজনের চেষ্টায় আছে বিসিবি।