সর্বশেষ

» বিএনপির ‘গ্রিন সিগন্যাল’র তালিকায় সিলেট – ৩ আসনে ব্যারিস্টার সালামের নাম

প্রকাশিত: ২৮. জুলাই. ২০২৫ | সোমবার

নিজস্ব প্রতিবেদক :::: দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন দল গোছানোর পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটের মাঠ সাজাচ্ছে । আসন্ন নির্বাচনে শতাধিক আসনে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দিতে চান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে বিভিন্ন আসনে তরুণ নেতাদের নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নেওয়ার ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছেন তিনি।এ বিষয়ে উপযুক্ত সময়ে তিনি প্রার্থী চূড়ান্ত করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সেই ‘গ্রিন সিগন্যাল’র তালিকায় রয়েছেন সিলেট-৩ আসনে মনোয়নয়ন প্রত্যাশি ব্যারিস্টার আব্দুস সালাম।ইতোমধ্যে এ নেতা নির্বাচনী মাঠ সাজাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজ নির্বাচনী আসনে সক্রিয় ভূমিকা পালন করছেন ব্যারিস্টার সালাম।তিনি নিরলস রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন। প্রতিদিনই রাজনৈতিক সভা-সমাবেশ, সামাজিক কর্মকাণ্ড, খেলাধুলা, ওয়াজ মাহফিলসহ নানা কার্যক্রমে অংশ নিচ্ছেন শীর্ষ রাজনৈতিক দলের এই নেতা। এতে দলের অভ্যন্তরে নেতাকর্মীদের মাঝে নির্বাচনি আমেজ বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সালাম এসব কর্মকাণ্ডের মাধ্যমে তার নির্বাচনি মাঠ প্রস্তুত করছেন। এ ছাড়া মাঠের আধিপত্য, প্রতিপক্ষকে ঘায়েল এবং নেতাকর্মীদের চাঙ্গা রাখতে রাজনৈতিক কর্মকাণ্ডের বিকল্প নেই।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সিলেট-৩ আসনে ৫ আগস্টের পর আওয়ামী লীগ ছাড়া পুরোদমে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে অন্যান্য রাজনৈতিক দল। তবে এদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সালাম।

সচেতন মহলের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের উদার মনোভাবের ফলে মুক্ত গণতন্ত্র চর্চার সুযোগ পাচ্ছে রাজনৈতিক দলগুলো। এতে গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে শুরু করেছে। রাজনৈতিক মাঠে তৎপরতায় শীর্ষে রয়েছেন বিএনপি নেতা সালাম। তার সাংগঠনিক কাঠামো শক্ত করতে নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রূপরেখা না পেলেও তিনি এখন পুরোদমে মাঠে কাজ করছেন। এতে রাজনীতির মাঠে বাড়তি আমেজ সৃষ্টি হচ্ছে। তিনি এই সংসদীয় আসনে টার্গেট নিয়ে কাজ করছেন। নানা কর্মসূচি নিয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। অধিকাংশ আসনে বিএনপি গ্রুপিং দ্বন্দ্বে জড়িত থাকলেও সিলেট-৩ আসনে সালামের কারিশমায় কোন গ্রুপিং নেই বলে দাবি সচেতন মহলের। সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে তিনি সামাজিক নানা কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার মিশন পরিচালনা করছেন।