সর্বশেষ

» আগামী ২৩ আগষ্ট বড়লেখা পৌরসভা বিএনপি’র সম্মেলন

প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৫ | বুধবার

ডেস্ক নিউজ :

মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ২৩ আগষ্ট বড়লেখা পৌরসভা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বড়লেখা পৌর বিএনপিতে ব্যাপক প্রস্তুতি চলছে। সম্মেলন ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন দলীয় নেতাকর্মীরা। সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম ও বড়লেখা উপজেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন। এছাড়াও সাধারন সম্পাদক, সিনিয়র সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। বড়লেখা পৌর বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলতাফ হোসেন জানান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গনতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন। পাশাপাশি দলের মধ্যে গনতন্ত্র চর্চার জন্য প্রত্যেক জায়গায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। তারই ধারাবাহিকতায় দীর্ঘ দিন পর বড়লেখা পৌর বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে করে তৃনমূলের নেতাকর্মীরা তাদের পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারবেন। দীর্ঘদিন যারা রাজপথে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন এবং তৃনমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন তারাই দলের নেতৃত্বে আসবেন বলে আমরা আশা করি।