সর্বশেষ

» সিলেট সদর উপজেলা বিএনপি’র শোক বার্তা

প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৫ | বুধবার

ডেস্ক নিউজ :

সিলেট সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আকবর আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব রফিকুল ইসলাম এর মাতা সূর্যবান বিবির মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সদর উপজেলা বিএনপি। আজ এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, জনাবা সূর্যবান বিবির মৃত্যুতে তার পরিবার পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যধি। তিনি একজন আদর্শ, ধার্মিক ও নীতিবান মহিলা ছিলেন।
দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন মরহুমাকে জান্নাত নসিব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারনের ক্ষমতা দান করেন।

বিএনপির নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া সদর উপজেলার ২ নং হাটখোলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আপ্তাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক আকবর আলী পৃথক শোক বার্তায় সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এর মাতা মরহুমা সূর্যবান বিবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গ গুণগ্রাহী ও শুভাকাঙ্খিদের প্রতি গভীর সমবেদনা জানান।