সর্বশেষ

» ১৮ বলেও হলো না ওভার!

প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৫ | বুধবার

ক্রীড়া ডেস্ক ::: একটা ওভার মানে ৬ বল। অতিরিক্ত ডেলিভারি হলেও ৮–৯ বলের বেশি হয় না কখনো। কিন্তু যদি ১৮টা বল করেও শেষ না হয় একটা ওভার, তাহলে? হ্যাঁ, এমনই এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জন হ্যাস্টিংস। ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লেজেন্ডস’ টুর্নামেন্টে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে বল হাতে নিয়ে যেন বোলিং ভুলেই গিয়েছিলেন এই অজি পেসার।

 

লেস্টারের গ্রেস রোডে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে মাত্র ৭৪ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন্স। ১১.৫ ওভারে অলআউট হওয়া অজি দলকে ধসিয়ে দেন সাঈদ আজমল, মাত্র ১৬ রানে নেন ৬ উইকেট। পড়ে শুরু হয় হ্যাস্টিংসের অদ্ভুতুড়ে কাণ্ড।

 

প্রথম বলেই ৫টি ওয়াইড দিয়ে শুরুর এক ভয়ংকর বার্তা দিয়েছিলেন তিনি। বল পরিবর্তন করেও লাভ হয়নি। শারজিলের বিপক্ষে একটি চার, এরপর এক নো বল, ওয়াইড বাউন্সার, লেগ বাই—সবকিছু মিলিয়ে যেন এলোমেলো এক কাহিনি। ওভারের মাঝে একবার অ্যাঙ্গেল বদলে রাউন্ড দ্য উইকেট করতেও যান, সেখানেও তিনটি ওয়াইড। এমনকি অন্য প্রান্ত থেকে বল করেও আরাম পাননি, সেখানেও দুই ওয়াইড!

 

সব মিলিয়ে হ্যাস্টিংসের ওই ওভারে দেখা যায় ১২টি ওয়াইড, ১টি নো বল। এক অসম্পূর্ণ ওভারেই ভাইরাল হয়ে গেলেন হ্যাস্টিংস, তবে একেবারেই ভিন্ন কারণে। কেউ কেউ মজা করে বলছেন—ক্রিকেট এমন দিনও দেখবে, ভাবা যায়নি।