সর্বশেষ

» আনসার ভিডিপি আগামী নির্বাচনে দায়িত্ব পালনে শান্তি-শৃঙ্খলা রক্ষার প্রস্তুত : উপমহাপরিচালক জিয়াউল হাসান

প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৫ | বুধবার

ডেস্ক নিউজ ::: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের ৪টি জেলায় একযোগে ২৯ জুলাই ২০২৫ তারিখ থেকে শুরু হয়েছে ২৮ দিনব্যাপী (ভিডিপি) এডভান্স কোর্স ১ম ধাপ। সিলেট জেলা আনসার ভিডিপি হলরুমে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুধু দক্ষতা বৃদ্ধির জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা অপরিসীম।”
তিনি প্রশিক্ষণার্থীদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন দক্ষ ও আত্মবিশ্বাসী সদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার প্রতি উদ্ধুদ্ধ করেন । প্রশিক্ষণ শেষে এই ভিডিপি সদস্যদের হাতেই স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ন্যস্ত রয়েছে। বাহিনীর মহাপরিচালকের অত্যান্ত কার্যকরী ও কল্যাণধর্মী উদ্যোগ প্রত্যেক উপজেলায় মডেল ভিডিপি প্লাটুন গঠন করে গ্রামীণ জনপদে আর্থসামাজিক উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানান ।

তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদস্যদের আরও দক্ষ, দায়িত্বশীল ও চৌকস করে গড়ে তোলার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই প্রশিক্ষণ পরিচালনা শুধু সদস্যদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করছে না, বরং দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণে একটি শক্তিশালী জনগোষ্ঠী গড়ে তোলার কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নির্বাচনের মত গুরুত্বপূর্ণ সময়ে গভীর দেশপ্রেম নিয়ে শৃঙ্খলা, নিরাপত্তা ও সচেতনতা রক্ষায় ভিডিপি সদস্যদের সক্রিয় উপস্থিতি অপরিহার্য। ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে পৌঁছাতে সহায়তা, গুজব প্রতিরোধ, আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে তোমাদের ভূমিকা অনস্বীকার্য।”
ভিডিপি সদস্যরা হলেন জনগণের সবচেয়ে কাছের সহায়ক শক্তি। তোমাদের সততা, নিষ্ঠা ও জনগণের প্রতি ভালোবাসা একটি নিরাপদ, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে বলে আমি বিশ্বাস করি।”
এই অ্যাডভান্স প্রশিক্ষণ তোমাদের শুধু প্রশিক্ষণ নয়, দায়িত্ববোধেরও শিক্ষা দিচ্ছে। দেশের প্রতি ভালোবাসা, সততা ও আত্মত্যাগই তোমাদের শক্তি।”

বক্তব্যের শেষে তিনি দেশ সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে একজন নম্র, ভদ্র, বিনয়ী সৎ মানুষ হিসেবে ন্যায়নিষ্ঠা, পরোপকারীতা ও মানবিকতা নিয়ে কাজ করার এবং এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ কাজে লাগিয়ে জাতি গঠনে অবদান রাখার প্রতি সকলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

পরে তিনি সুনামগঞ্জ জেলা আনসার ভিডিপি কার্যালয় ভিডিপি এডভান্স কোর্সের উদ্বোধন ও অঙ্গীভূত আনসার সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ , সুনামগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম,সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার , সার্কেল অ্যাডজুটেন্ট ফারুক হোসাইন , এবং প্রশিক্ষকগণ এবং উক্ত কোর্সের প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রশিক্ষণে সিলেট রেঞ্জের ৪টি জেলায়, সিলেট জেলার ১০০ জন, সুনামগঞ্জ জেলার ১০০ জন, হবিগঞ্জ জেলার ১০০ জন এবং মৌলভীবাজার জেলার ৮০ জনসহ মোট ৩৮০ জন (প্রায়) ভিডিপি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।