সর্বশেষ

» কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে কিস্তিতে কিনা গাড়ি চুরি।বিকাশে টাকা পাঠালে গাড়ি ফেরত দেওয়ার আশ্বাস ।

প্রকাশিত: ৩১. জুলাই. ২০২৫ | বৃহস্পতিবার

কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে গত ৭ জুন সকাল ৯টায় কামাল আহমদ নামে স্থানীয় বাসিন্দার কিস্তিতে কিনা সিএনজি অটোরিক্সা উধাও।গাড়ি হারিয়ে যাওয়ার সাথে সাথে তিনি ফেইসবুক লাইভে এসে সবাই কে সহযোগিতার আহবান জানালে লাইভটি মুহুর্তে ভাইরাল হয়ে যায়।লাইভ ১৫ লক্ষের উপরে মানুষ দেখেছে এবং ৩৭ হাজার ৪শত শেয়ার ও ৮৩৪ টা মন্তব্য করেন নেটিজেনরা।

এরপর কামাল আহমদ কে.01720353951 নাম্বারে ফোন করে বিকাশের মাধ্যেমে এক লক্ষ টাকা পাঠালে গাড়ি ফেরত দেওয়ার আশ্বাস দেয় চুর কক্রের এক সদস্য।কামাল আহমদ বিকাশে টাকা চাওয়ার কথোপকথন টি রেকর্ড করে নাম্বার সহ থানায় অভিযোগ দায়ের করেন।
কিন্তু জালালাবাদ থানা পুলিশ অভিযোগ গ্রহন করবেন বলে নথিভুক্ত করেন নি।ঘটনার কয়েক দিন পরে জালালাবাদ থানার তদন্ত অফিসার বিকাশে টাকা দাবি করা ব্যাক্তির নাম ঠিকানা বের করেন।
বিকাশে টাকা দাবি করা ব্যাক্তির ন্যাশনাল আইডি নাম্বার-3268125253
নাম-মঈন উদ্দিন।
পিতার নাম-আজির উল্লাহ।
মাতার নাম-আছমা বেগম।
ঠিকানা-মৌলভিবাজার।
গ্রাম-কদুপুর।।
কামাল আহমদ তার ফেইসবুকে গাড়ি চুর মঈন উদ্দিনের তথ্য প্রকাশ ও কল রেকর্ড সহ ফেইসবুকে আপলোড করলে সাথে সাথে মঈন উদ্দিন পোষ্ট ডিলেট করার অনুরোধ করেন এবং ওনার নাম্বার হরিয়ে গেছে বলে দাবি করেন।নাম্বার হারানোর পরে থানায় কোনো অভিযোগ বা জিডি করেননি বলে জানান।এরপর তিনি নিজে জালালাবাদ থানা পুলিশ কর্মকর্তা কে ফোন করে থানায় আসবেন বলে জানান কিন্তু আজ ১৫ দিনের অতিক্রম করেছে ওনি আর আসেননি।
কিস্তিতে কিনা গাড়ি হারিয়ে কামার আহমদ বারবার থানায় যাচ্ছেন কিন্তু জালালাবাদ থানার পুলিশ তাকে কোনো রেসপন্স করছেনা বলে জানান।
একিকে চোরের কল রেকর্ড আর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পরে অনেকে বলছেন পুলিশের জন্য চোর ধরা সহজ হয়ে পরেছে কিন্তু পুলিশ কেন বিষয় টি এরিয়ে যাচ্ছে তা অনেকের প্রশ্ন।ঘটনার এক মাস অতিক্রম হয়েগেছে কামাল আহমদও সব সময় থানায় যাওয়া আসা করছে কিন্তু গাড়ি হারানোর মামলা এখন জালালাবাদ থানায় গ্রহন করা হয়নি।