সর্বশেষ

» পুরো দ্বীপ কিনেছেন যে নায়িকা

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৫ | রবিবার

বিনোদন ডেস্ক ::: বলিউডের নায়িকারা বিলাসিতায় একে অপরকে টক্কর দেন দামি গাড়ি, বিদেশি ভিলা, প্রাইভেট জেট দিয়ে। তবে এক অভিনেত্রী এমন কিছু করেছেন যা সবার চেয়ে একটু আলাদা। তিনি দ্বীপ কিনেছেন!

এটা দীপিকা, প্রিয়াঙ্কা বা আলিয়াও নয়, তিনি হলেন শ্রীলঙ্কান নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ।

২০১২ সালে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে চার একরের একটি ব্যক্তিগত দ্বীপ কিনেছিলেন তিনি, যার দাম ছিল প্রায় ৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ৩৩ লাখ টাকা।

শোনা যায়, দ্বীপে বিলাসবহুল ভিলা তৈরির পরিকল্পনা ছিল তার। তবে সেটা তার নিজের জন্য, নাকি পর্যটকদের জন্য ‘আইল্যান্ড রিসোর্ট’ হিসেবে ব্যবহারের জন্য, সে সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

 

এছাড়া দ্বীপে কোনো পার্টি হয়েছিল কিনা, কিংবা টাইগার শ্রফ বা সালমান খানের কেউ গোপনে সেখানে এসেছেন কিনা, সে বিষয়েও কিছু জানা যায়নি!

 

২০০৯ সালে ‘আলাদিন’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখা জ্যাকুলিন ফার্নান্দেজ ‘মার্ডার ২’, ‘হাউসফুল’ সিরিজ ও ‘রেস ২’-এর মতো সফল সিনেমায় নিজের অবস্থান তৈরি করেন। সর্বশেষ, তাকে দেখা গেছে ‘হাউসফুল ৫’ ছবিতে, যা ব্যবসায়িকভাবে সফল হয়েছে।

তবে পর্দার বাইরে তার কিছু ঝামেলাও রয়েছে। ২০০ কোটি রুপির প্রতারণা মামলায় জড়িয়ে তিনি একাধিকবার জেরাও হয়েছেন।