সর্বশেষ

» শাহবাগে ছাত্রদল নেতাকর্মীদের ঢল

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৫ | রবিবার

সিলেট বিএম ডেস্ক ::: জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকে ‘গণঅভ্যুত্থান দিবসের’ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে পূর্বঘোষিত সমাবেশে সংগঠনটির নেতাকর্মীদের ঢল নেমেছে।

সমাবেশ স্থলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোববার (৩ আগস্ট) দুপুর ২টা থেকে অনুষ্ঠান শুরু হবার কথা থাকলেও সকাল ১০টার পর থেকে মঞ্চের কাছাকাছি জড়ো হতে থাকেন ছাত্রদল কর্মীরা।

বেলা বাড়ার সাথে সাথে সমাবেশ স্থলে ছাত্রদলের নেতাকর্মীদের ভিড় আরও বাড়তে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত মঞ্চের আশেপাশে এলাকায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। ছাত্রদলকর্মীরা উৎসবমুখর পরিবেশ স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো শাহবাগ এলাকা।

সকাল সাড়ে ১১টার দিকেই সমাবেস মঞ্চ ও সাউন্ড সিস্টেম প্রস্তুতের কাজ প্রায় শেষ। ইতোমধ্যে ছাত্রদলের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিট থেকে আগত নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। আয়োজকদের প্রত্যাশা, সমাবেশে কয়েক লাখ নেতাকর্মীর উপস্থিতি ঘটবে। এরই মধ্যে ২৫৪ সদস্যবিশিষ্ট ৯০টি সমন্বয় টিম গঠন করেছে সংগঠনটি।

যানজটের আশঙ্কায় আগে থেকেই নেতাকর্মীদের সমাবেশস্থলে না আসার অনুরোধ জানানো হলেও, সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। গরম আবহাওয়া ও দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে তারা উচ্চস্বরে নানা স্লোগানে উজ্জীবিত হয়ে ওঠেন। ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘জিয়ার সৈনিক এক হও’— এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ মোড়।

সমাবেশে আসা লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত বলেন, সকালেই আমরা শাহবাগে এসে গেছি। আমাদের নেতাকর্মীরা নিজের খরচে, ভালোবাসায়, ত্যাগে এই আন্দোলনের অংশ হতে এসেছে। স্লোগান দিয়েই আমরা সবাইকে চাঙা রাখছি।

নওগাঁ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশা বলেন, এমন উদ্যোগে আমরা অত্যন্ত খুশি। এটা আমাদের মতো তৃণমূল নেতাকর্মীদের জন্য অনেক বড় একটি সুযোগ। আমরা কেন্দ্রীয় সংসদকে ধন্যবাদ জানাই এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপের জন্য।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ সমাবেশ শুরু হবে রোববার (৩ আগস্ট) দুপুর ২টায়। এতে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ স্থলে সরাসরি উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।