সর্বশেষ

» চাকরি পাওয়া ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০২৫ | সোমবার

সিলেট বিএম ডেস্ক ::: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়াদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন, তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

 

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

 

ফারুক-ই-আজম বলেন, বিগত সরকারের সময় অনেকে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ গ্রহণ করে নানা সুবিধা নিয়েছেন।

 

তিনি বলেন, ৯০ হাজার সরকারি চাকরিজীবী আছেন, যারা মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পেয়েছেন। তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

 

 

তিনি বলেন, বিশেষ করে আদালতের মাধ্যমে অনেক অমুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে। আদালত এসব নির্দেশনা জারি করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মতো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও।

 

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে আপিল বিভাগের সমন্বিত নির্দেশনার জন্য আদালতে যাবে।