সর্বশেষ

» অবশেষে সৌদি পুলিশের হাতে আটক সিলেটের মাফিয়া লায়েস আহমদ(কালামিয়া)

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার

রিয়াদে হারার শীর্ষ সন্ত্রাসী সিলেট সদর উপজেলার লায়েস আহমদ ( কালামিয়া) কে গ্রেফতার করেছে সৌদী আরব পুলিশ।
রিয়াদের বাংলাদেশী অধ্যাসিত এলাকা হাইয়াল উজারাত ( হারাতে ) আধিপত্য বিস্তার করে রেখেছিলেন কয়েক বছর ধরে।নিরিহ বাংলাদেশিদের অপহন করে পরিবারের কাছ থেকে বড় অংকের টাকা দাবি করা সহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরোদ্ধে।
সৌদী প্রবাসিরা তার গ্রেফতারে আনন্দিত।তারা জানান তার বিরোদ্ধে
অগণিত অপ/হর/ন এর অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে ছিন/তাই, ডাকাতির গ্রুপ পরিচালনার। চাঁদাবাজি মাদক তো রয়েছেই। মাফিয়া কালার বিরুদ্ধে এই পর্যন্ত প্রায় ৮ টি মামলা খবর পাওয়া গেছে।শীর্ষ সন্ত্রাসী এই কালামিয়ার দেশের বাড়ি সিলেটের রায়ের গাও,শিবের বাজার, জালালাবাদ থানায়।
এদিকে কালা গ্রেফতার এর খবর শুনে হারাবসী অনেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। কোথাও কোথাও মিষ্টিও বিতরণ এর খবর পাওয়া গেছে। সাধারণ নির্যাতিত প্রবাসীরা বলছেন, এই কালা রিয়াদের হারা এবং বিভিন্ন জায়গায় ৭০% ক্রাইম নিয়ন্ত্রণ করে। সে যাতে কোন ভাবে ছাড়া না পায় সে ব্যাপারে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষে কামনা করেছেন প্রবাসীরা।