সর্বশেষ

» পর্তুগালের জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা আত্মসাত, গ্রেপ্তার ১

প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২৫ | শনিবার

সিলেট বিএম ডেস্ক ::: ভারতে নিয়ে পর্তুগালের জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তার নাম আজহার আহমদ (৪২)। তিনি দক্ষিণ সুরমা থানার কুচাই পশ্চিমপাড়া গ্রামের জুনেদ আহমদের ছেলে।

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে দক্ষিণ সুরমার কুচাই জামেমসজিদের সামনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের গণমাধ্যম শাখা জানায়, আজহার একটি মানবপাচার মামলার (নং ১৭/২৮/০৪/২৪) এজাহারনামীয় আসামি।

জানা যায়, আজহার তামিম নামে একজনের সাথে মিলে মোট ১৮জনকে পর্তুগাল পাঠানোর নামে চলতি বছরের ১৫ জানুয়ারি ভারতে নিয়ে যান এবং সেখানে একটি আবাসিক হোটেলে রাখেন। তারা যাত্রীদের কাছ থেকে মোট ১ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা নেন। কয়েকদিন সেখানে থেকে ভিসার কাজ শেষ বলে তারা দেশে ফিরে আসেন। ওই ভিসায় কয়েকজন পর্তুগাল যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করেন।

এরপর পর্তুগাল যাত্রী অন্যান্যরা বুঝতে পারেন সবগুলো ভিসাই জাল। তারা তামিম ও আজহারের কাছে টাকা ফেরত চাইলেও তার নানা টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে তারা হত্যারও হুমকি দিতে থাকেন। পরে তারা দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করলে ছায়া তদন্তে নামে র‌্যাব।

র‌্যাবের গণমাধ্যম শাখা জানায়, আজহারকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে।