সর্বশেষ

» সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট ২ আসনে নিয়ে ফেইসবুকে আলোচনা-সামলোচনা।

প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২৫ | শনিবার

 

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সমর্থন কে পাবেন সাবেক মেয়র আরিফুল হক না কয়েস লোদি এটা এখন টপ আলোচনায়।সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদি লন্ডনে বসে অনলাইন এক টিভিকে দেওয়া সাক্ষাতকারে তিনি পরিষ্কার ইঙ্গিত করেন আগামি সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি পার্থি হবেন।
অনেকে মনে করছেন কয়েস লোদি লন্ডনে গেছেন মেয়র নিশ্চিত করতে।
এদিকে সিলেট ২ আসন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।গুনজন শুনা যাচ্ছে,বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ২ আসনে নির্বাচন করবেন।তবে বিষয় টি ইলিয়াস পন্থিদের কাছে বিরক্তিকর বলে মনে হচ্ছে।ইলিয়াস আলী ঘুম হওয়ার পরে সিলেট ২ আসনের হাল ধরেন ইলিয়াস আলী’র স্ত্রী’তাসলিমা লুনা।বিশ্বনাথ বালাগন্জের মানুষ অনেক টা নিশ্চিত ছিল ২ আসন তাসলিমা লুনার।কিন্তু গত দু’দিন থেকে নতুন করে আলোচনায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির কে নিয়ে।