সর্বশেষ

» ইলিয়াসপত্নী লুনাকেই ধানের শীষের প্রার্থী চায় স্থানীয় বিএনপি

প্রকাশিত: ১০. আগস্ট. ২০২৫ | রবিবার

ডেস্ক নিউজ :

সিলেট‑২ (বিশ্বনাথ‑ওসমানীনগর) আসনে দলটির নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রার্থী চাওয়ার বিষয়টি এখন আরও জোরালোভাবে দাবি তুলেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

গতকাল শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান ও বিএনপি নেতাদের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচারের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ ও পরবর্তী সভায় এমন দাবি তোলেন তারা।

বিক্ষোভ মিছিলটি বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর সরকারি হাইস্কুল মাঠ থেকে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রবাসী চত্বরে এক সভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, সিলেট-২ আসনে একমাত্র উপযুক্ত প্রার্থী দলটির নিখোঁজ নেতা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লুনা। আসন্ন নির্বাচনে লুনাকে প্রার্থী না করলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও ভোটের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

তারা বলেন,ইলিয়াস আলীর অনুপস্থিতিতে তার স্ত্রীর প্রতি এলাকার মানুষের সহানুভূতি ও আস্থার কারণে এই আসনের জন্য তিনিই যোগ্য প্রতিনিধিত্ব করতে পারবেন। কাজেই দলটি লুনার বিকল্প চিন্তা করলেই এখানে ভয়ানক পরিস্থিতি বিরাজ করবে।

তারা বলেন, দলের ভেতরে থাকা ষড়যন্ত্রকারী ও সুবিধাবাদীদের চিহ্নিত করা এবং দলকে পরিশুদ্ধ রাখা এখন সময়ের দাবি। যারা আন্দোলনের সময় গা ঢাকা দিয়েছিলেন, তারা এখন বহিষ্কৃতদের নিয়ে রাজনীতি করছেন এটি দলের প্রতি চরম অবমাননা।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক, মোহাম্মদ মইনুল হক, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া,যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এরআগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায় থেকে ব্যানার-ফেস্টুন ও মিছিলসহ নেতা-কর্মীরা রামসুন্দর স্কুল মাঠে জমায়েত হন। ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটর শোভাযাত্রায় মিছিলে অংশ নেয়।পর্যায়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।