সর্বশেষ

» নবযাত্রা শুরু হলো SylhetBm24

প্রকাশিত: ২৮. জুলাই. ২০২৫ | সোমবার

বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে যুক্ত হলো নতুন একটি অনলাইন সংবাদপত্র—SylhetBm24। আধুনিক প্রযুক্তি, তথ্যনির্ভরতা ও তরুণ সাংবাদিকদের সৃজনশীলতাকে সামনে রেখে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই অনলাইন প্ল্যাটফর্মটি।

“আপনার শহর, আপনার কণ্ঠস্বর” এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে SylhetBm24  প্রতিদিনের চলমান ঘটনা, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে।

সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক ও প্রকাশক আশিকুজ্জামান জানান, “আমাদের প্রধান লক্ষ্য হলো—সাধারণ মানুষের কথা, স্থানীয় সমস্যা এবং সম্ভাবনাময় উদ্যোগগুলোকে জাতীয় পরিসরে তুলে ধরা। আমরা চাই, গণমানুষের কণ্ঠস্বর যেন অবহেলিত না হয়।”

পরিচালনা পর্ষদ ও সম্পাদকীয় টিমে রয়েছেন দেশের অভিজ্ঞ ও উদ্যমী সাংবাদিক, মিডিয়া পেশাজীবী এবং ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞরা।

SylhetBm24-এর এই যাত্রা বাংলাদেশের অনলাইন সাংবাদিকতায় একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটি পাঠকের আস্থা অর্জন করে একটি নির্ভরযোগ্য ও শক্তিশালী সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে—এমনই প্রত্যাশা সবার।