সর্বশেষ

» সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুরের ইন্তেকাল

প্রকাশিত: ০২. অক্টোবর. ২০২৫ | বৃহস্পতিবার

সিলেট বিএম ডেস্ক ::: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. হিফজুর রহমান (৩৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে ওইদিন রাত সাড়ে ১২টা পর্যন্ত সিলেটের রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

হিফজুর রহমান দীর্ঘদিন যাবৎ লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, মাতা ও তিন ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবরে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন তার বর্ণি গ্রামের বাড়িতে ভীড় জমিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় বর্ণি গ্রামের বড় মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে হিফজুর রহমানের মৃত্যুতে জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।