সর্বশেষ

» লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির ওয়াল্ড লায়ন সার্ভিস প্রোগ্রাম উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০২৫ | শুক্রবার

সিলেট বিএম ডেস্ক ::: লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির ওয়াল্ড লায়ন সার্ভিস প্রোগ্রাম উপলক্ষে এক আলোচনা সভা বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর নাইয়রপুলস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির প্রেসিডেন্ট লায়ন গৌতম বনিক এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মো. জুমা আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আইপিপি লায়ন সাজুওয়ান আহমদ, সাবেক প্রেসিডেন্ট এবং সিলেট লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারী ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের, সাবেক প্রেসিডেন্ট ব্যাংকার লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, সিলেট চেম্বার অব কমার্সের সদস্য লায়ন রেজাউল হক রেজু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার সেবা করাই লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির মূল লক্ষ্য। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির সদস্যবৃন্দ ২০০১ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাক্তারা বলেন, লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দৃষ্টি পুনরুদ্ধার, খাদ্য বিতরণ ও মানবিক সহায়তাসহ নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
বক্তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির ওয়াল্ড লায়ন সার্ভিস প্রোগ্রাম উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচীতে সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি