সর্বশেষ

» রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই জনগণের মুক্তির পথ: গৌছ আলী

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২৫ | শুক্রবার

সিলেট বিএম ডেস্ক ::: বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী বলেছেন, দেশকে বর্তমান সংকট থেকে মুক্ত করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই। এই ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তনের নয়, এটি অর্থনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংস্কারের পূর্ণাঙ্গ রূপরেখা। তিনি আরও বলেন, তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। তাঁর এই ৩১ দফা হচ্ছে সেই রোডম্যাপ যা দুর্নীতি, দুঃশাসন ও স্বৈরতন্ত্র থেকে দেশকে মুক্ত করবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার এটাই একমাত্র পথ। তিনি বলেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা শুধু একজন নেত্রী নন, তিনি বিএনপির ত্যাগী কর্মীদের আশা-ভরসার প্রতীক। তিনি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকেছেন, উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁকে বিজয়ী করতে হবে, কারণ তিনিই এই এলাকার মানুষের প্রকৃত প্রতিনিধি।
তিনি গত (২৮ অক্টোবর) বিশ্বনাথ দশঘর পীরের বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং সিলেট-২ আসনে ধানের শীষের কান্ডারী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে লিফলেট বিতরণ শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দশঘর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমানের পরিচালনায় লিফলেট বিতরণ শেষে পথ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সহ সভাপতি আব্দুল মতিন মেম্বার, তখদ্দুছ আলী, মো. নুর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মেম্বার, আসাদুজ্জামান নুর আসাদ, সাংগঠনিক সম্পাক আব্দুল মুমিন মামুন মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, সমবায় বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রিপন, সহ সম্পাদক মবশ্বির আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল আহমদ, তজম্মুল আলী, আব্দুর রাজ্জাক, আবুল খয়ের, তুতা মিয়া, সায়েস্তা মিয়া, বিএনপি নেতা তাজুল ইসলাম, জামাল উদ্দিন, মতিউর রহমান, হাবিবুর রহমান, আশরাফ আলী, জাহেদ আহমদ, ইউনিয়ন যুবদল সভাপতি ফয়জুল ইসলাম, সহ সভাপতি নুরুল হক, আব্দুল কুদ্দুস, মর্তুজ বিশ্বাস, শিহা উদ্দিন, হোসাইন আহমদ, শামীম আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাজলু মিয়া, সদস্য জামাল আহমদ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী, শাকিল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি