- বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা
- ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির
- অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী
- সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই-মাওলানা উবায়দুল্লাহ ফারুক
- বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত
- ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি
- সিলেট মহানগর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী-সুধী সমাবেশ
- প্রাকৃতিক সৌন্দর্যের ছায়াতলে মানবিক সংকট বিকল্প কর্মসংস্থানের দাবি শ্রমিকদের
- দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির দ্রুত নির্বাচনের দাবিতে সিলেট ব্যবসায়ী ফোরামের মানববন্ধন
- নির্বাচন হবে স্বাধীন ও উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা
» নাগরিক পরিসর, ভৌত ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২৫ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক ::: স্বাধীনতা প্রকল্পের আওতায় ‘নাগরিক পরিসর, ভৌত ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) শাহজালাল উপশহরের এনজিও ফোরাম মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণ আয়োজন করে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও)। প্রশিক্ষণটি বাস্তবায়নে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আর পুরো আয়োজনটি অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন ।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তরুণ সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সামাজিক কর্মীদের নাগরিক পরিসর, ডিজিটাল নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং অপতথ্য মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে অংশগ্রহণকারীদের ডিজিটাল নাগরিক হিসেবে নিরাপদ ও দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করা।
তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্র্যাকটিস সেশন অনুষ্ঠিত হয়। আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল— মানবাধিকার ও সার্বজনীন মানবাধিকার সনদ, মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক নাগরিক পরিসর, জেন্ডারভিত্তিক সহিংসতা, প্রযুক্তিনির্ভর সহিংসতা ও অনলাইন হয়রানি, বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার ও আইনি কাঠামো, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল অধিকার ও ডিজিটাল আচরণ, সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুফল ও কুফল, ফেসবুক নেটওয়ার্কিং, ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্যের প্রভাব, ফ্যাক্ট চেকিং, তথ্য যাচাইয়ের কৌশল ও নিরাপদ অনলাইন অংশগ্রহণ, ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সুরক্ষা নীতিমালা, সঞ্চালন দক্ষতা ও নেতৃত্ব বিকাশ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন দলীয় কার্যক্রম, উপস্থাপনা, বাস্তব উদাহরণ ও সিমুলেশন অনুশীলনের মাধ্যমে বিষয়গুলো গভীরভাবে অনুধাবন করেন।
অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা ডিজিটাল অধিকার, নিরাপত্তা ও অপতথ্য মোকাবেলায় নতুন ধারণা পেয়েছেন। এক অংশগ্রহণকারী বলেন, “বর্তমান সময়ে ডিজিটাল পরিসরে যে চ্যালেঞ্জগুলো দেখা দিচ্ছে, সেগুলো মোকাবেলায় এই প্রশিক্ষণ আমাদের বাস্তব জীবনে সহায়ক হবে।” “অপতথ্য যাচাই ও নিরাপদ অনলাইন উপস্থিতি বজায় রাখার বিষয়ে আমরা যেভাবে হাতে-কলমে শিখেছি, তা আমাদের পেশাগত জীবনে অনেক কাজে লাগবে।”
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণকারীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন। বক্তারা বলেন, স্বাধীন মত প্রকাশ, মানবাধিকার ও ডিজিটাল নিরাপত্তা রক্ষা করতে হলে সমাজের প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয়েছে, তা অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি, মানবাধিকার সংরক্ষণে নেতৃত্ব বিকাশ এবং একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ গঠনের উদ্যোগকে আরও শক্তিশালী করেছে বলে আয়োজকরা মনে করেন।
প্রশিক্ষক হিসেবে ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মো. মঞ্জুরুল আলম, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার মো. মহসিন রেজা, প্রজেক্ট ফোকাল মো. জাহিদুল ইসলাম রশিদ, একাউন্স অফিসার নাহরিন সুলতানা, সোস্যাল অফিসার তামান্না আক্তার, প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ।
সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আগত ১৬ জন পুরুষ ও ১৬ জন নারীসহ মোট ৩২ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
এই বিভাগের আরো খবর
- ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির
- অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী
- সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই-মাওলানা উবায়দুল্লাহ ফারুক
- বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত
- ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি
