সর্বশেষ

» দিনব্যাপী ধানের শীষের প্রচারণায় খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২৫ | রবিবার

সিলেট বিএম ডেস্ক :::  সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শিশু-কিশোরদের খেলাধুলা কিংবা বয়স্কদের হাঁটাহাঁটির জন্য সিলেটে একটি পার্ক অত্যন্ত প্রয়োজন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আধুনিক, নিরাপদ, শিশু বান্ধব পার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের কাজ করবো। বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের সামগ্রিক উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন আমরা মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা করে কাজ করবে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে সবার মতামতের ভিত্তিতে কাজ করবে।
তিনি শনিবার (৮ নভেম্বর) সিলেট সিটি ও সদর উপজেলার বিভিন্নস্থানে ধানের শীষের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুরো বলেন।
সদর উপজেলা ৮নং কাঁন্দিগাও ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম দর্শা গ্রামবাসীর আয়োজনে বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, কাঁন্দিগাও ইউনিয়নের সোনাতলা পশ্চিমপাড়া ২নং ওয়ার্ড নির্বাচনী সেন্টার কমিটির আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মহিলাদের সাথে আলোচনা সভা, কান্দিগাও ইউনিয়নের ২নং ওয়ার্ড লামারগাওয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খন্দকার মুক্তাদির।
এদিকে ১৩ নং ওয়ার্ডে মণিপুরী ও সনাতন সম্প্রদায়বৃন্দের আয়োজনে বিভিন্ন পাড়ার সনাতনী সম্প্রদায়ের মানুষের সাথে এবং সদর উপজেলা ৮নং কান্দিগাউ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাধারণ মানুষদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক আকবর আলীসহ বিভিন্নস্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি