সর্বশেষ

» সভাপতি’র পদ স্থগিত হওয়া বিএনপি নেতা সাহাব উদ্দিনের ফেইসবুক স্ট্যাটাস ।

প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২৫ | বুধবার

    কোম্পানিগন্জ উপজেলা বিএনপির সভাপতির পদ স্থগিত হওয়া সাহাব উদ্দিন এর ফেইসবুক স্ট্যাটাস নিচে হুবহু তুলে ধরা হল……

দুষ্কৃতীকারীরা মিথ‍্যা ইনফরমেশন দিয়ে আমার ক্ষতি করতে গিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করলো,সারা দেশে মিডিয়া ট্রায়ালের শিকার।
আমার মানহানি হচ্ছে হোক,দলেরও নাম ক্ষুন্ন হচ্ছে দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি সত‍্যের পথে ছিলাম আমার ভয় নেই।
সারা দেশে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমার মানহানি হচ্ছে তাতেও দুঃখ নেই কারণ আমার এলাকার মানুষ আমার সবচেয়ে বড় সম্পদ, আমার এলাকার মানুষ সত‍্যের পক্ষ তথা আমার পাশে দাঁড়িয়েছেন। চোখে জল তখনই আসে যখন দেখি আমার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন সবাই,মিডিয়ার প্রত‍্যেকটা প্লাটফর্মে প্রতিবাদ করছেন,আমাকে সাহস যোগাচ্ছেন। আজ আমার এমন দিনে আমার সহযোদ্ধা ও এলাকার নবীন- প্রবীণ সকলেই শক্তি যোগাচ্ছেন।
আসলে আমার মাটি,আমার মানুষ আমার সাহস।
আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।
আমার রাজনীতির লক্ষ্যই ছিলো আমার এলাকার মানুষের জন‍্য,আমি আমার এলাকার মানুষের জন‍্য কিছু করতে গিয়ে যা হারিয়েছি আপাতত,তা মানুষের ভালোবাসার কাছে তুচ্ছ।
আমি তারেক রহমানের রাজনীতি করি,আমি আপোষহীন নেত্রীর রাজনীতি করি,আমি শহীদ জিয়ার রাজনীতি করি,আমি আমার গ্রাম বাংলার রাজনীতি করি।
সত‍্যের জয় অনিবার্য,এক আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই,আমার মৃত‍্যুর পরে হলেও একদিন প্রমাণ হবে আমি নির্দোষ ছিলাম।