সর্বশেষ

» সিলেট মহানগর সেচ্ছাসেবক দল নেতা শেখ সম্রাট আগামীকাল সিলেট বিমানবন্দরে পৌছাবেন

প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার

স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাহসী ভূসিকায় থাকা সিলেট মহানগর সেচ্ছাসেবক দল ৭নং ওয়ার্ডের সাবেক যুগ্ম আহবায়ক শেখ শম্রাট আগামিকাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবেন।
শেখ শম্রাট প্রায় ১০ টা রাজনৈতিক মামলায় জেল-জুলুম নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
শেখ শম্রাট বাংলাদেশে থাকা অবস্থায় অসংখ্য বার আওয়ামিলীগ সন্ত্রাসীদের ধারা হামলার শিকার হয়েছিলেন।মূলত সিনিয়র নেতাদের পরামর্শে জীবন বাচাতে দেশ ছেড়ে প্রবাসে পারি দেন।তিনি জানান স্বৈরশাসক থাকা অবস্থায় অনেক আন্দোলন করেছি জেল খেটেছি,এখন মুক্ত বাংলাদেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো।তিনি আরো জানান জীবন বাচাতে প্রবাসে গেলেও সব সময় আন্দোলনকারি বন্দু সহযুদ্ধাদের সাথে যোগাযোগ রেখেছি ও সাধ্যমত সহযোগিতা করেছি।
শেখ শম্রাট ৭ তারিখ সকাল সময় ১১,৩০ মিনিট,সিলেট বিমানবন্দরে পৌছাবেন।