সর্বশেষ

» ৮ ও ৩৭নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় যুবদল নেতা হেলাল আহমদ এর নেতৃত্বে মিছিল সহকারে যোগদান

প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার

গতকাল শনিবার সিলেট মহানগর যুবদলের অধীনস্থ জালালাবাদ থানার ৮ ও ৩৭নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠন উপলক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে ৩৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক যুবদল নেতা মোঃ হেলাল আহমদ এর নেতৃত্বে বিশাল মিছিল সহকারে কর্মীসভায় যোগদান করেন। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ৩৭নং ওয়ার্ড যুবদল নেতা নুরুল হক,সাহিন,সাব্বির, আলিম,আলী আহমদ,ইমন,রইছ মিয়া,ফকির মিয়া,আফরুজ,মিয়া,আফতাব মিয়া,দিলোয়ার মিয়া,তানভীর, সাজ্জাদ, সাদ্দাম,আব্দুর রউফ,জামান,ফাহিম,মুন্না,মারুফ,জুনেল,শিমুল, সাগর, কয়েছ মিয়া,তামিম,ইসলাম,আলিম,সাদেক আলী, ফয়জুল,আতর আলী,মোস্তফা, জামাল,মিছবাহ,আখলাক,মারুফ,মুরাদ,কিবরিয়া,সেবুল আলী,সাইফুল,মেন্তাই মিয়া,লুলু মিয়া,আলী হোসেন,হারিছ মিয়া,ইস্কন্দ্র মিয়া,জহিরুল হক,আব্দুল হক, জুবায়েল,ফরিদ মিয়া,শামিম মিয়া সাকের মিয়া,ইউনুছ আলী,সামসু মিয়া,সেলিম মিয়া,কাদির মিয়া,এমরান আহমদ,মিলাদ,সোহাদ,মুন্না,আফজল,দাউদ মিয়া,সাজলু মিয়া,আলী আহসান,আমির আলী,রবিউল,সাকিবুল,কাবুল,জুবেল,রেবুল সহ  যুবদলের অসংখ্য নেতাকর্মী। প্রেস বিজ্ঞপ্তি