সর্বশেষ

» সিলেট-৪ আসনে নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করলেন এডভোকেট মোহাম্মদ আলী

প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০২৫ | মঙ্গলবার

গোয়াইনঘাট প্রতিনিধি ::: জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী এক সংবাদ সম্মেলনে এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছেন।
গত (১৫ সেপ্টেম্বর) গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলার সভাপতি মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী, সহ সভাপতি হাফিজ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, জেলা সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, সাহিত্য সম্পাদক, মাওলানা মুহিব্বুল্লাহ, উপজেলা যুগ্ম সম্পাদক মাওলানা রফিক আহমদ, ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের সভাপতি জাকির হোসাইন, সহ সাধারণ সম্পাদক আবু তালহা তোফায়েল, কেন্দ্র সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ, উপজেলা যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা মুহসিন আহমদ, যুগ্ম হাফিজ সুহাইল আহমদ,সাংগঠনিক সম্পাদক হাফিজ এহসান উল্লাহ, মাওলানা সিফত উল্লাহ, মাওলানা মুফিজুর রহমান প্রমুখ।
এডভোকেট মোহাম্মদ আলী বলেন, “সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। রাজনীতি মানে জনসেবা এই নীতি নিয়ে আমি রাজনীতিতে সক্রিয়। জনগণের প্রত্যাশা ও এলাকার বাস্তবতা বুঝেই পরিকল্পনা সাজিয়েছি।
সংবাদ সম্মেলনে তিনি পাঁচটি অগ্রাধিকার খাত উল্লেখ করেন:
শিক্ষা, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষকের স্বল্পতা দূর করে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ।
চিকিৎসা ইউনিয়ন পর্যায়ে আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া, বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করা।