সর্বশেষ

» সুনামগঞ্জ-১ আসনে আলোচনায় জনপ্রিয়তার শীর্ষে কামরুজ্জামান কামরুল

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২৫ | মঙ্গলবার

 

লিখেছেন : মোঃ নিজাম উদ্দিন সাবেক চেয়ারম্যান
উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ ছাতক সুনামগঞ্জ।
সাবেক যুগ্ম সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপি।

মানুষ তার স্বপ্নের চাইতেও অনেক অনেক বড় হতে পারে, যদি থাকে সাহস সামর্থ বুদ্ধিদৃপ্ত চিন্তা আর মানুষের অসীম ভালোবাসা।
একটা মানুষ একটা বৃহৎ অঞ্চলকে আলোকিত করতে পারে। একজন নেতা একটা প্রজন্মকে উজ্জীবিত সাহসী প্রাণবন্ত করে গড়ে তুলতে পারে, আমার দেখা তেমনি একজন কামরুজ্জামান কামরুল। যিনি তার সুপ্ত প্রতিভায় আপন আলোয় আলোকিত, ব্যক্তি জীবনে কর্মপ্রিয় মানুষের জন্য নিজেকে উজাড় করে জীবন যৌবনের মহা মুল্যবান সময় বিলিয়ে দিয়েছে। লন্ডনের মতো উন্নত দেশের বিলাসী জীবনকে পরিহার করে, স্ত্রী সন্তানদের লন্ডনে রেখে সে বছরের পর বছর মিশে থাকছে গ্রাম বাংলার মেহনতী মানুষের ভাগ্য পরবর্তনের সংগ্রামে।
অসীম সাহসী নির্বিক হাওর পাড়ের কামরুজ্জামান কামরুল। ভাটির জনপদের লক্ষ লক্ষ মানুষের পরম আস্থা বিশ্বাস আর নিখাঁদ ভালোবাসায় আকাশচুম্বী জনপ্রিয়তায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ছাত্র অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাহিরপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন, সংগঠনের দায়িত্ব পালনে প্রশংসিত হয়েছেন সর্ব মহলে। অত্যন্ত তরুণ বয়সে ২০০২ সালে কাউন্সিলের মাধ্যমে বিপুল ভোটে নির্বাচিত তাহিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। দূরদর্শী ম্যাজিক্যাল পরিকল্পনা সাহসী ভূমিকার জন্য পরিচিত এবং খ্যাতি অর্জন করেন সমগ্র সুনামগঞ্জ জেলায়। অন্যায়ের বিরুদ্ধে আলোর মশাল এক জাগরণের নাম কামরুজ্জামান কামরুল। তাহিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে অসাধারণ সাংগঠনিক দায়িত্ব পালনে নজর কাড়েন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমানের, বহু বার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ লাভের সুযোগ হয়েছে।
অন্ধকার রাতে আকাশের তারাগুলো পৃথিবীকে যেমন আলো দিয়ে রাতের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি কামরুজ্জামান কামরুলের সৌরভে অসাধারণ নেতৃত্বগুণে তার নির্বাচনি এলাকা আলোকিত হবে ইনশাআল্লাহ।

বিগত আন্দোলন সংগ্রামে কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগর উপজেলায় যে অভূতপূর্ব সুসংগঠিত শক্তিশালী প্রতিরোধ আন্দোলন হয়েছে সারা দেশব্যাপী এমন আন্দোলন উপজেলা পর্যায়ে খুব কমই হয়েছে।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য নেতৃত্বের ধারাবাহিকতা জনপ্রিয়তা ব্যবহারের মাধূর্যতা যে কাউকে মুগ্ধ করবে, তার এই অসাধারণ গুণাবলির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে অতি স্নেহ করেন।
কিছু মানুষের ব্যক্তিত্ব এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলি রাষ্ট্র সমাজ রাজনীতির জন্য হয় অনুপ্রেরণা, তেমনই একজন কামরুজ্জামান কামরুল। আমি দেখেছি অজস্র নেতাকর্মী কামরুল হতে চায়, আমিও হতে চাই। ২০০০ সাল থেকে তাকে চিনি এবং যথেষ্ট অনুসরণ করি। দীর্ঘদিন মিথ্যা সাজানো মামলায় জেল খেটে নির্বাচনের অল্প কিছুদিন আগে জামিন নিয়ে দলীয় সিদ্ধান্তের বাহিরে সে লড়াই করে ২০১৪ সালে বিপুল ভোটে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমি দলের প্রার্থী হয়েও ২০১৪ সালে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারিনি, সে সফল হলেও আমি গভীর ষড়যন্ত্র প্রস্তুতির অভাব আর ভাগ্য বিড়ম্বনায় জিততে জিততে হেরে যাই। সেদিন যদি আমি জয়ী হতে পারতাম কামরুল নিজামের আলোচনা থাকতো সুনামগঞ্জ জেলায় অন্য এক উচ্চতায়। তাহির উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে সর্ব মহলে সে হয়েছে প্রশংসিত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী তার অতি স্নেহধন্য কামরুল যদি হতে পারে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য, নিশ্চয়ই অসাধারণ ভালো কিছু হবে সেই আসনের জনপদের জন্য। কামরুজ্জামান কামরুল দীর্ঘদিনের একজন সহকর্মী সে আমার ভাই বন্ধু আত্মার আত্মীয় পরম প্রিয় শুভাকাঙ্ক্ষী, তার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা শুভ কামনা।
সুনামগঞ্জ ১ আসনের জনগণকে কামরুল অনেক কিছু দেওয়ার সামর্থ রাখে, শুধু তাকে সমর্থন ভালোবাসা ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে পারলে খনিজ সম্পদে ভরপুর ও প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগর উপজেলা হতে বাংলাদেশের মধ্যে পর্যটনের জন্য নতুন এক দিগন্ত। শুধু সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যকর হলে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসবে টাঙ্গুয়ার হাওর নীলাদ্রি জাদুকাটা আর শিমুল বাগানে।
সুযোগ জীবনের বার বার আসেনা, তাই বিএনপির সকল নেতাকর্মী সহ ১আসনের সকল মানুষের কাছে অনুরোধ আপনাদেরই হাওর বন্ধু কামরুল কে নিঃস্বার্থ ভালোবাসা সমর্থন দিয়ে আদায় করে নিন আগামী দিনের যুগান্তকারী উন্নয়ন, সমৃদ্ধ এবং সম্মান। আমি বিশ্বাস করি সে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবে এবং বিপুল ভোট নির্বাচিত হবে। মহান আল্লাহ যেন তার ত্যাগ স্বপ্ন প্রচেষ্টাকে জনগণের খেদমতে কবুল করেন।