সর্বশেষ

» ফ্রান্সের তুলুজে সাবেক ছাত্রদল নেতা ইসলাম আজাদ ও জামাল উদ্দিন সংবর্ধিত

প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৫ | সোমবার

ফ্রান্সের তুলুজ শহরে বসবাসরত বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দীর্ঘ ১১ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য জামাল উদ্দিন ফ্রান্সের স্হায়ী রেসিডেন্ট কার্ড গ্রহণ করায় তুলুজ বিএনপি পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠান ও এক প্রীতিভোজের আয়োজন করা হয়,স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন তুলুজ বি এন পি নেতা ফখরুল ইসলাম ,
সাবেক ছাত্রদল নেতা আব্দুল মুহিত শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বি এন পির সাবেক জনসংখ্যা ও জনসম্পদ বিষয়ক সম্পাদক ফ্রান্স যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তারেক আহমেদ তাজ,তুলুজ বি এন পি নেতা বকুল মিয়া,জামিল হোসেন,
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য সুহেল মিয়া,,সাকের আহমেদ,হাবিব মিয়া.রাসেল হক.সাদেক আহমদ,আব্দুস সামাদ.কামাল হোসেন.পারভেজ খান.আব্দুল্লাহ আল নোমান.রেহান আহমেদ.জুয়েল আহমেদ,মিজানুর রহমান.রায়হান আহমেদ.কামরুল ইসলাম.মেহেদী হাসান.সুফিয়ান আহমেদ.সিমাদ হোসেন.সাদিক আহমেদ,প্রমুখ।