সর্বশেষ

» সিলেটে ১১টা মামলার আসামি কিশোর গ্যাং (টুকাই)মামুন ওরফে বুলেট’ পুলিশের খাচায়

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২৫ | শনিবার

সিলেট মহানগরীর বালুচরে শাহপরাণ (রহ.) ও কোতোয়ালী থানাপুলিশ যৌথ অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার (টুকাই)মামুন আহমেদ ওরফে বুলেট মামুনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় তার আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয় এবং সে ১১টা মামলার আসামী

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে বুলেট মামুন কুখ্যাত সন্ত্রাসী। সে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কামদাগাঁও’র হারুনুর রশিদের ছেলে। বর্তমানে সে বালুচর সোনারবাংলা এলাকায় ভাড়া থাকতো।

বিস্তারিত পরবর্তীতে জানানো হবে…..