সর্বশেষ

» ছাত্রজনতার উপর গুলি চালানো সন্ত্রাসী বদরুল করিম পীরমহল্লা আবাসিক এলাকার বাসিন্দা

প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০২৫ | শনিবার

সিলেট,জুলাই আন্দোলনে ছাত্রদের উপর প্রকাশ্য গুলি চালানো সিলেট মহানগর ৭ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সহ প্রচার সম্পাদক বদরুল করিম বিএনপিতে যোগ দিতে পারে এমন তথ্য প্রমান sylhetbm24 এর কাছে এসেছে।সন্ত্রাসী বদরুল করিম বিএনপি’তে যোগ দিলে দলের ভাবমূর্তি নষ্ট হবে বলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক নেতা জানান,

সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বিনাভোটের কমিশনার আফতাবের সহযোগি হিসেবে দীর্ঘদিন এলাকায় অপকর্মে জড়িত ছিল।শেখ হাসিনা পতনের পরেই আওয়ামিলীগের নেতারা আত্বগোপনে চলে গেলেও বদরুল করিম পীরমহল্লা এলাকায় এখনও প্রকাশ্য ঘুরছে।
বদরুলের উপর জুলাই আন্দোলনের গণহত্যার মামলাও হয়েছে।
নাম-বদরুল করিম
পিতা-গোলাম করিম
মাথা-মিনা বেগম
থানা-বিমানবন্দর
ঠিকানা-ঐক্যতান ২০৪ পশ্চিম পীরমহল্লা,সিলেট।

বদরুল করিমের  বাবার বাড়ি সিলেটের কুলাউড়া

বর্তমানে সিলেট সিটির ৭নং ওয়ার্ড পীরমহল্লা তে স্থায়ীভাবে বসবাস করছে।