সর্বশেষ

» সিলেটে ৪৮ ঘন্টায় পুলিশের খাঁচায় ১৩

প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২৫ | শনিবার

সিলেট বিএম ডেস্ক ::: ঢাকার লকডাউন পরিস্থিতিকে কেন্দ্র করে সিলেটে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের গ্রেফতারে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ৪৮ ঘণ্টায় নগরজুড়ে অভিযান চালিয়ে এসব সংগঠনের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

সিলেট নগরজুড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। ঢাকা লকডাউন এবং বিভিন্ন স্থানে মিছিলের চেষ্টা ঠেকাতে গত দুই দিন ধরেই বাড়ানো হয়েছে নজরদারি ও মাঠপর্যায়ের অভিযান। আর এই অভিযানে পুলিশের পাশাপাশি র‌্যাবও অংশ নিয়েছে।

এসএমপি সূত্র জানায়, শুক্রবার (১৪ নভেম্বর) পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি, নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণ ও পরিস্থিতি উত্তেজিত করার অভিযোগ রয়েছে। অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরা নগরীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আমরা তা কখনোই হতে দেব না। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত ৪৮ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার।’ তিনি আরও জানান, ‘লকডাউন পরিস্থিতি ঘিরে গুজব, উসকানি এবং যেকোনো বেআইনি সমাবেশ মোকাবিলায় পুলিশের বিশেষ নজরদারি চলবে।’