সর্বশেষ

» দৈনিক অনলাইন Sylhetbm24.com এর প্রকাশনা সম্পাদক আলমগীর কে যুক্তরাজ্য প্রবাসীর সংবর্ধনা ।

প্রকাশিত: ০৮. আগস্ট. ২০২৫ | শুক্রবার

দৈনিক অনলাইন Sylhetbm24.com এর প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ায় আলমগীর আলম কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান দক্ষিণ সূরমা উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট্য সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসি চানা মিয়া ও তছির আলী।
সিলেটের দক্ষিন সূরমা থানার কামাল বাজারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাছিম আহমদ ও যুবদল নেতা রমজান আলী।
আলমগীর আলম সবাই কে ধন্যবাদ জানিয়ে বলেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে তথ্য আদান-প্রদান বা সঠিক তথ্য জানা সবার অধিকার।আলমগীর বলেন সত্য সংবাদ জনগনের কাছে পৌছে দিতে দৈনিক অনলাইন Sylhetbm24.com সব সময় আপনাদের পাশে থাকবে।