- দেওয়ান তারেক চৌঃ কে বহিষ্কার করেছে সিলেট মহানগর সেচ্ছাসেবক
- বিএনপি মানুষের আশা-আকাঙ্খা পূরণের কাজ করছে, ভবিষ্যতেও করবে-খন্দকার মুক্তাদির
- সিলেট বিভাগসহ সারাদেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
- গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজির মামলায় প্রধান আসামি আজমলসহ র্যাবের হাতে আটক-৭
- নিখোঁজের ২৪ ঘন্টা পর গোয়াইনঘাটে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
- ভোটের বুথ নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনবে সরকার
- ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ
- এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- সিলেটে জুলাই অভ্যুত্থানের ১৭ মামলার চার্জশিট হতে পারে এ মাসে-তদন্ত শেষ পর্যায়ে
- গোয়াইনঘাটের পিয়াইন নদীতে নৌকা ডুবে এক বিজিবির সিপাহী নিখোঁজ
» সিলেটে জুলাই অভ্যুত্থানের ১৭ মামলার চার্জশিট হতে পারে এ মাসে-তদন্ত শেষ পর্যায়ে
প্রকাশিত: ১০. আগস্ট. ২০২৫ | রবিবার

সিলেট বিএম ডেস্ক ::: জুলাই অভ্যুত্থানের ঘটনায় সিলেটে দায়ের হওয়া একাধিক মামলার তদন্ত দ্রুত এগোচ্ছে। বিভাগের চার জেলার ১৭টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে, যেগুলোর মধ্যে আগস্ট মাসেই চার্জশিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গুরুত্বপূর্ণ কিছু মামলার ক্ষেত্রে এখনও ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় আছে তদন্তকারী সংস্থাগুলো। এর পাশাপাশি অত্যন্ত স্পর্শকাতর কয়েকটি মামলা ডিবি ও সিআইডির তত্ত্বাবধানে চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানে সিলেটের ১৪ জন শহীদ হন। শহীদ ছাড়াও হামলা, আহত ও নাশকতার ঘটনায় পৃথকভাবে মামলা হয়। এসব মামলার মধ্যে হত্যা মামলাগুলোকে অধিক গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। গোলাপগঞ্জে ছয়জন শহীদ হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে দুটি আগস্টেই চার্জশিট হতে পারে বলে নিশ্চিত করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা বলেন, এসএমপির ছয় থানায় মোট ১০৩টি মামলা হয়েছে। এর মধ্যে পাঁচ-ছয়টি মামলার তদন্ত অনেকটা এগিয়ে গেছে এবং যত দ্রুত সম্ভব চার্জশিট দেওয়া হবে। বাকিগুলোর তদন্তও দ্রুতগতিতে চলছে। তিনি জানান, সাংবাদিক তুরাব হত্যা মামলাটি বহুল আলোচিত এবং বর্তমানে মামলাটি পিবিআইয়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে।
সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, গোলাপগঞ্জে ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে, যা আগস্টেই চার্জশিট আকারে আদালতে উপস্থাপন করার চেষ্টা চলছে। তিনি বলেন, বেশিরভাগ মামলাই অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সদর দপ্তরের বিশেষ সেলের মাধ্যমে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ জানান, জেলায় জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলা রয়েছে ছয়টি। এর মধ্যে দুটি মামলার চার্জশিট শিগগিরই দেওয়া হবে। একটি মামলা ডিবিতে এবং অপর দুটি সিআইডির অধিকতর তদন্তে রয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বলেন, জেলায় চারটি হত্যাসহ মোট ১৭টি মামলা হয়েছে, যার মধ্যে তিনটির তদন্ত প্রায় শেষ এবং দ্রুত চার্জশিট দেওয়া হবে।
মৌলভীবাজারের পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা জানান, জেলায় জুলাই অভ্যুত্থানে কোনো হত্যাকাণ্ড ঘটেনি। তবে হত্যা চেষ্টা, হামলা ও নাশকতার ১৬টি মামলা হয়েছে। সবগুলোর তদন্ত এগোলেও পাঁচটি মামলার তদন্ত শেষ পর্যায়ে পৌঁছেছে এবং দ্রুত চার্জশিট দেওয়ার প্রস্তুতি চলছে।
তথ্যমতে, সিলেট জেলা ও মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে মোট ১৩৬টি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি হত্যা মামলা এবং ১২০টি বিস্ফোরক ও হামলার মামলা। শুধুমাত্র সিলেট জেলাতেই আসামির সংখ্যা সাড়ে নয় হাজারের বেশি, যার মধ্যে এজাহারনামীয় দুই হাজার ৩২১ জন এবং অজ্ঞাত সাত হাজার ১৮৫ জন। পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করেছে ১০২ জনকে। এর মধ্যে পাঁচটি মামলার বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেছেন।
সর্বশেষ খবর
- দেওয়ান তারেক চৌঃ কে বহিষ্কার করেছে সিলেট মহানগর সেচ্ছাসেবক
- বিএনপি মানুষের আশা-আকাঙ্খা পূরণের কাজ করছে, ভবিষ্যতেও করবে-খন্দকার মুক্তাদির
- সিলেট বিভাগসহ সারাদেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
- গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজির মামলায় প্রধান আসামি আজমলসহ র্যাবের হাতে আটক-৭
- নিখোঁজের ২৪ ঘন্টা পর গোয়াইনঘাটে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত খবর
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
- মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় কামরান উদ্দিন অপুকে সংবর্ধনা
- একনেক সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২ প্রকল্প অনুমোদন
- দুর্দিনের সাহসী নেত্রী তাহসিনা রুশদীর লুনা