সর্বশেষ

» মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত: ২৭. জুলাই. ২০২৫ | রবিবার

ডেস্ক নিউজ ::: বরিশালের উজিরপুর উপজেলায় মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে মাদকাসক্ত ছেলের অস্ত্রের আঘাতে বাবা মো. শাহ আলম খান (৬৫) নিহত হয়েছেন।

রোববার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়াল পাড়া গ্রামে সিকদার বাড়ির সামনে রাস্তায় এ হত্যা কাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ছেলেকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেন।

শাহ আলম উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়াল পাড়া গ্রামে সিকদার বাড়ির বাসিন্দা। তিনি বিদ্যুৎ বিভাগের সাবেক কর্মী ছিলেন। তার দুই বিয়ে।

আটককৃত ছেলে শাহারিয়ার শিমুল (৩৫)। মৃত শাহ আলমের প্রথম স্ত্রী মৃত শেফালীর পুত্র। তিনি দীর্ঘ দিন যাবত মাদকাসক্ত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়়, রোববার দুপুর দেড়টার দিকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে শিমুল ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা শিমুলকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং পুলিশে সোপর্দ করেন।

প্রতিবেশীরা জানান, শাহ আলমের দুই বিয়ে ছিল। শিমুল তার প্রথম স্ত্রী মৃত শেফালীর পুত্র। তিনি মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রতিনিয়ত তার বাবাকে চাপ দিতেন।

প্রতিবেশীদের দাবি, রোববার সকাল ১১টায় টাকা-পয়সা নিয়ে পিতা-পুত্রের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এরই জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় তার আসামিকে আটক করলে আমরা তাকে গ্রেফতার করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।