সর্বশেষ

» কোতোয়ালি মডেল থানায় চোরাইকৃত লেগুনা উদ্ধার দু’জন আটক।

প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২৫ | বুধবার

গত ১১-০৮-২০২৫ খ্রিঃ সকাল আনুমানিক ১০.৪৫ ঘটিকায় হযরত শাহজালাল (রহঃ) মাজারের ১নং গেইটের সামনে লেগুনা চালক সাইফুল ইসলাম (২১) এর লেগুনা গাড়ি (রেজিঃ নং- সিলেট-চ-১১-১০৮৭, মূল্য আনুমানিক ২,২৫,০০০/- টাকা) চুরির শিকার হয়। পূর্ব পরিচিত জুবায়ের আহমদ প্রকাশ হাসান (২৩) একটি ভুয়া রিজার্ভ যাত্রার কথা বলে তাকে মাজার গেইটে যেতে বলে। সেখানে জুবায়ের আহমদ প্রকাশ হাসান(২৩) আগে থেকে অবস্থান করছিলো। সাইফুল ইসলাম তার লেগুনাসহ উক্ত ঘটনাস্থলে পৌঁছালে তাকে কৌশলে মোবাইলের মিনিট কার্ড আনতে পাঠিয়ে আসামীদ্বয় লেগুনাটি নিয়ে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় সাইফুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক এর নেতৃত্বে তথ্য ও প্রযুক্তি সহায়তায় পিএসআই (নিঃ) খালেদ হাসান তপু সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অদ্য ১২/০৮/২০২৫ খ্রিঃ রাতে মৌলভীবাজার সদর মডেল থানাধীন ০৬ নং একাটুনা ইউনিয়নস্থ সিংকাপন বাজার থেকে ১। জুবায়ের আহমদ প্রকাশ হাসান (২৩), পিতা- মৃত ফয়জুর রহমান, মাতা- জোস্না বেগম, সাং-কমলাবাড়ী, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, ২। মোঃ নাসির মিয়া (২৫), পিতা- মোঃ সেলিম মিয়া, মাতা-শিরিন আক্তার, সাং-নূরপুর, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেটদ্বয়-কে গ্রেফতার করেন এবং চোরাইকৃত লেগুনাটি উদ্ধার ও জব্দতালিকা মূলে জব্দ করেন।
উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং: ১৭, তারিখ: ১২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা ৩৭৯ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। আসামীদ্বয়‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।