সর্বশেষ

» দক্ষিণ সূরমা পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দু’জন আটক

প্রকাশিত: ১৪. আগস্ট. ২০২৫ | বৃহস্পতিবার

 

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০২ (দুই) জন গ্রেফতার
আজ ১৪/০৮/২০২৫ইং ০০.৫ঘটিকায় সময় এসআই শাহাদাত হোসেন রিশাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীস্থ হোটেল ঢাকা প্যালেসে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ০১(এক) জন পুরুষ ও ০১(এক) জন নারী মোট ০২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলোঃ ১। সুমন্তপাল (৩০), ২। রাজিয়া বেগম (২৫)। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-১৫১, তাং-১৪/০৮/২০২৫ খ্রি. ধারা- ৭৭ এসএমপিএ্যাক্ট রুজু হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।