সর্বশেষ

» গুরুত্বপূর্ণ তথ্য পেলাম,জাপার ওপর ভর করবে আপা”রাশেদ খান।

প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২৫ | রবিবার

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, গণ-অভ্যুত্থানের এক বছর পর কালচালার ফ্যাসিস্টদের শেখ মুজিব প্রেম দেখে তিনি অবাক। তিনি অভিযোগ করেন, প্রশাসনে বসা কিছু আওয়ামী সুবিধাভোগী ও ভারতীয় আধিপত্যবাদী শক্তি তাদের রসদ জুগিয়েছে।
শনিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে রাশেদ খান লেখেন, “আরো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, জাপাকে মাঠে নামিয়েছে ভারতীয় ‘র’ এবং স্বতন্ত্রভাবে আওয়ামী লীগকে নির্বাচনে নামানো হবে অথবা জাপার ওপর ভর করবে আপা!”
তিনি আরও বলেন, ‘শুধুমাত্র হাসিনার পতন হলেও পুরো ফ্যাসিবাদী কাঠামো এখনো বিদ্যমান। হাসিনার কর্মকর্তারা সর্বত্র বসানো হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে। এই অবস্থায় কোনো পুঁথিগত সংস্কার কার্যকর হবে না। এক বছরের মাথায় কালচারাল ফ্যাসিস্টদের দাপট দেখেছেন।’
রাশেদ খান বঙ্গবন্ধুর শাসনকালকেও উল্লেখ করে বলেন, ‘শেখ মুজিবের শাসন ছিল হাসিনার থেকেও ভয়ংকর। তিনি অবৈধ কাজের বৈধতা দান ও অপরাধের সাম্রাজ্য রক্ষার জন্য একটি আলাদা বাহিনী তৈরি করেছিলেন। রক্ষী বাহিনীর সন্ত্রাসীরা ট্রাকের পেছনে দড়ি দিয়ে জীবন্ত মানুষকে বেঁধে ট্রাক চালাত। সেই শাসন আবার ফিরিয়ে আনতে চাইছেন?’