সর্বশেষ

» স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার

সিলেট বিএম ডেস্ক :::  দলীয় প্রতীকে আর স্থানীয় সরকার নির্বাচন হবে না। এ লক্ষ্যে প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি হয়। পরদিন মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে।

এর আগে গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় চারটি আলাদা অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতিতে তা গেজেট আকারে প্রকাশিত হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই বিধান কার্যকর হলে রাজনৈতিক দলের বাইরের অনেক যোগ্য প্রার্থীও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।