সর্বশেষ

» সিলেট নগরীর বাগবাড়ি টিসিবির পন্য বিতরনে অনিয়ম

প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২৫ | বুধবার

সিলেট নগরীর বাগবাড়ী বাজারে টিসিবির পন্য বরাদ্দে অনিয়ম। বাগবাড়ী বাজারে ইনায়া ট্রেডার্স এর হামিদ ও ডিলার কামরুল বর্তমান প্যাকেজের ৪ টি পন্য বিতরনে অনিয়ম করেন।

টিসিবির এই মুহূর্তের (অগাস্ট ২০২৫) পণ্যের প্যাকেজে চাল, সয়াবিন তেল ও ডাল রয়েছে, যার মধ্যে প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা দামে বিক্রি হচ্ছে। এই প্যাকেজটি স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ডিলারদের কাছ থেকে কার্ড দেখিয়ে কেনা যায়, এবং মূল্য প্রায় ৫৪০ টাকা।

প্যাকেজে যা থাকছে: চাল: প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি। সয়াবিন তেল: প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার। মসুর ডাল: প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি। চিনি: প্রতি কেজি ৭০ টাকা দামে ১ কেজি।

সরজমিন ঘটনাস্থলে গিয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ক্রেতাদের কাছ থেকে, জানা যায়, বাজারের একটি দোকান ব্যতিত বাকি দুই ডিলারের নিকট চাল পাওয়া যায় নি। তাছাড়া ডিলারদের দোকানে পন্য ও মুল্য তালিকার ব্যানার নাই। সরকার কতৃক প্রতিটি ডিলারকে পন্য ও মুল্য তালিকা প্রকাশ করে ব্যানার দেওয়া হলে তা কেউ প্রকাশ করছেন না।

ক্রেতা মুন্না জানান আমরা সময় মত টিসিবি পন্য পাইনা। টিসিবি পন্য কখন আসে কখন বিতরণ হয় তা আমরা জানতে পারি না। সময় মতো পন্য না পাওয়া ও নির্দৃিষ্ট না পাওয়ার অভিযোগ অনেকের।

নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা জানান, আমরা ডিলার হামিদ ও ডিলার কামরুল সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা প্রতিবার টিসিবির পন্য বিতরনে অনিয়ম করেন। আজকের প্যাকেজে চাল,ডাল,চিনি, সয়াবিন তেল থাকলে ও মাত্র দুটি পন্য দিয়ে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন।

এব্যাপারে ডিলার কামরুলের নিকট জানতে চাইলে তিনি দোকান তালা মেরে বিষয়টি এড়িয়ে যান। পরবর্তীতে তাদের মাধ্যমে কতিপয় অসাধু চক্র প্রতিবেদককে আর্থিক ভাবে প্রলোভন দেখান।

এব্যাপারে সিলেট শহরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পরিচালকের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি দেখছি। প্রয়েজনীয় ব্যবস্থা নিবো।