সর্বশেষ

» চুনারুঘাটে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২৫ | রবিবার

সিলেট বিএম ডেস্ক ::: হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিবন্ধী গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আকবর হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
গত শনিবার বিকালে উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯, সিপিসি-৩ ক্যাম্প শায়েস্তাগঞ্জের একদল সদস্য।

আকবর এই মামলার ২ নম্বর আসামি। তিনি উপজেলার উসমানপুর গ্রামের সাহেব আলীর পুত্র।

মামলা সূত্রে জানা যায়, গত ৯ মার্চ প্রতিবন্ধী নারীর সাথে একই গ্রামের ফারুক মিয়া (৫৫) এর ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। একপর্যায়ে ফারুক মিয়া ভিকটিমের শরীরের বিভিন্ন পরিবর্তন দেখে অন্তঃসত্ত্বার বিষয়টি ভিকটিমের পিতাকে জানায় এবং ভিকটিমকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে আবু তাহের ও আকবর আলী বিভিন্ন সময়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে এ ঘটনায় ওই নারীর পিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, গ্রেপ্তারের পর অভিযুক্ত আকবরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।