সর্বশেষ

» নির্বাচনী প্রচারে বিলবোর্ডে নতুন সীমা, নিষিদ্ধ হলো আলোকসজ্জা

প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার

সিলেট বিএম ডেস্ক ::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী এক আসনে সর্বোচ্চ ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এবার নতুন করে এই বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বিলবোর্ড তৈরিতে বিপুল অর্থ ব্যয় হয়। ফলে অসংখ্য বিলবোর্ড ব্যবহারে একদিকে প্রার্থীর ব্যয় নির্ধারিত সীমা অতিক্রম করতে পারে, অন্যদিকে পরিবেশের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার ঝুঁকিও থাকে। এসব বিষয় বিবেচনা করেই বিলবোর্ডের সংখ্যা সীমিত করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, বিলবোর্ডে শুধু ডিজিটাল ডিসপ্লেতে বিদ্যুৎ ব্যবহার করা যাবে। তবে আলোকসজ্জা ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ।

এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সংবাদ সম্মেলনে জানান, ‘আগে প্রার্থীর প্রচারে বিলবোর্ডের ব্যবহার ছিল না; এবার এটি বিধিমালায় যুক্ত করা হয়েছে। পোস্টার বন্ধের বিষয়ে সংস্কার কমিশনেরও প্রস্তাব ছিল, আমরা সেটার সঙ্গে একমত হয়েছি। ব্যানার ও ফেস্টুনের ব্যবহারও নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।’

তিনি আরও জানান, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় এবার উপদেষ্টা পরিষদের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তারা প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে পারবেন না। এছাড়া তাদের সার্কিট হাউস, ডাকবাংলো ও রেস্ট হাউস ব্যবহারে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

প্রচারে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। ভোটার স্লিপ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিশার্ট, জ্যাকেট ইত্যাদির ক্ষেত্রে পূর্বের তুলনায় কিছুটা শিথিলতা আনা হয়েছে।