সর্বশেষ

» সিগারেট খাওয়া কেন্দ্র করে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা

প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার

সিলেট বিএম ডেস্ক ::: রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে সিগারেট খাওয়াকে নিষেধ করাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ হামলায় পরিবহনের মালিক আলী হাসান তালুকদার পলাশসহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তার ড্রাইভার মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দুই যুবক কাউন্টারের সামনে সিগারেট খাচ্ছিলেন। কর্মীরা তাদের সরে যেতে বললে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর ওই দুই যুবক ৬০-৭০ জনকে নিয়ে এসে কাউন্টারে হামলা চালায়। এতে আসবাবপত্র ও কাচ ভাঙচুরের পাশাপাশি যাত্রীদেরও মারধর করা হয়।

সোহাগ পরিবহনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তবে সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

রমনা মডেল থানার পুলিশ জানিয়েছে, হামলায় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। দুজন গুরুতর আহতসহ বেশ কয়েকজন চিকিৎসা নিচ্ছেন। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।