সর্বশেষ

» এই অপশক্তির বিরুদ্ধে নিজেদের ঐক্য ছাড়া বিকল্প নেই।

প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার

ডাকসু নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুনু আহমদ এর ফেইসবুক স্ট্যাটাস নিচে হুবহু তুলে ধরা হল……

উপলব্ধি থেকে বলা,,,,,,,,,,,,,,,,,,,,,,
সময় তোমাকে ধন্যবাদ শিক্ষা দিয়ে গেছো ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থাকা কতটা গুরুত্বপূর্ণ!

৫ তারিখের পরে কিছু অপ্রত্যাশিত ঘটনা আমাদেরকে ব্যতীত করেছে এবং আদর্শিক জায়গা থেকে বিচ্ছিন্ন করেছে!!নিজের স্বার্থে জন্য নিজেরাই প্রতিপক্ষ এবং
ত্যাগী কর্মীদের অবহেলা আর অবমূল্যায়ন সুবিধাবীদের সুযোগ করে দেওয়া,কারনেই যত অপকর্ম হয়েছে ও দলের ভাবমূর্তি নষ্টকারী এই সুবিধাভোগীরা।

দলের হাই কমান্ডের এর নির্দেশ অমান্য করে নিজের স্বার্থে সুবিধা ভোগীদের দলের পদ পদবী দিয়ে দীর্ঘ ,১৭ বছর লড়াই সংগ্রামের থাকা কর্মীদের বঞ্চিত করে আদর্শের জায়গা থেকে এমন সিদ্ধান্ত সাংঘর্ষিক ছিল!

যে প্রতাপ চালু হয়েছে আধিপত্য বিস্তারের একটু লক্ষ্য
করলেই দেখতে পারবেন! বিভাগ থেকে শুরু জেলা মহানগর থান থেকে ওয়ার্ড শুরু করে,প্রত্যেকটি অঞ্চলের কোন না কোন ভাইয়ের সিদ্ধান্ত বাহিরে গিয়ে কিছু করা নেই এবং তারা নিজেদের দলের হাই কমান্ডের চেয়ে শক্তিশালী মনে করে!

নিজের অভিজ্ঞতা থেকে বলা কয়েক মাস হয়ে গেছে থানা কমিটি গঠন হয়েছে!অভিযোগ ছিল প্রথম থেকেই কমিটি গঠনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে ত্যাগীকর্মীরা বঞ্চিত হওয়া নেতাকর্মীরা সকল তথ্য প্রমান সহ অভিযোগ জানিয়েছে।

অভিযোগুলো এখন পর্যন্ত অমীমাংসিত 😢
দলের প্রয়োজনে মীমাংসা গুরুত্বপূর্ণ ছিল দায়িত্বের জায়গা থেকে অভিযোগ দেওয়া পরে-ও দায়িত্বশীল অভিভাবক
সংগঠনের নেতাদের ভূমিকা আমাদেরকে হতাশ করেছ, অভিযোগ ছিল দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও দলের দুঃসময়ে ত্যাগীকর্মী বঞ্চিত হওয়ার পক্ষে!

আপনাদের ৫০ জনের মিছিলে আমরাও ছিলাম পিছনের সারিতে এখন হয়তো মিছিলের লাইন দীর্ঘ থেকে দীর্ঘ! তবে আমরা দলের দুঃসময়ের জীবনে মায়া ত্যাগ করে পরিবারে হক্ক নষ্ট করে দলের আদর্শ লালন করেই স্বৈরশাসকের রক্তচক্ষুকে অপেক্ষা করে রাজপথে ছিলাম!
দলের ত্যাগী কর্মীদের প্রতি বৈষম্য দেখে,জানতেন ইচ্ছে করে ভাইদের কাছে অভিযোগ কারী কি আপনাদের কর্মী বা দলের কর্মী নয়?

ভাইয়ের কর্মীর লক্ষণ
ফেসবুক লক্ষ্য করলে দেখতে পারবেন,অনলাইন যুদ্ধে তাদের অবস্থান,তারা শুধু ভাইয়ে ছবি,আর ভাইয়ের গুনো গান,,ভাইয়ের প্রোগ্রাম,ভাইয়ের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের গুষ্টিসহ উদ্ধার করে দে,এটাই তাদের আদর্শিক।

এখনই সময়
আমি আমিত্তর জায়গা থেকে বেরিয়ে এসে দল ও দেশের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এবং নেতৃত্বের দিকনির্দেশনায় ঐক্য মতে নিজেদের অবস্থান জানান দেয়,

ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত,
এটা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নয়!এটা পরিকল্পিত ঘটনা

এই অপশক্তির বিরুদ্ধে নিজেদের ঐক্য ছাড়া বিকল্প নেই
রুনু আহমদ যুগ্ম আহবায়ক,
স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর