সর্বশেষ

» কোম্পানিগন্জের উৎমা পিকনিক স্পট থেকে আওয়ামিলীগ নেতা ফারুক মিয়ার প্রকাশ্য চাদাবাজি।ঘুরতে আসা পর্যটকরা হয়রানির শিকার।

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার

উৎমা পর্যটন স্পটে গাড়ি পার্কিংয়ের নামে প্রকাশ্যে চাঁদাবাজি করা হচ্ছে। স্হানীয় আওয়ামীলীগের ইউপি সদস্য ফারুক মিয়ার নেতৃত্বে ৬/৭জন যুবক পার্কিংয়ের নামে পুরো পর্যটন এরিয়া থেকে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা আদায় করে। একারনে প্রতিদিন হয়রানি শিকার পর্যটক ও গাড়ি চালকরা।চাঁদা উত্তোলনকারিদের সাথে গাড়ি চালক ও পর্যটকদের সাথে বাকবিতন্ডতাও অপ্রীতিকর ঘটনা নিত্যদিনের। সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়নে ৫ংন ওয়ার্ডে পাহাড়ের পাদদেশে অবস্থিত উৎমা পর্যটন স্পট।পাথর পানি আর পাহাড়ের সাম্রাজ্য দেখতে প্রতিনিয়ত ছুটে আসেন হাজার হাজার ভ্রমণ পিপাসু পর্যটক। পর্যটকরা এসে গাড়ি থামালেই দিতে হয় চাঁদা। মোটরসাইকেল ইজি বাইক থেকে শুরু করে যে কোন গাড়ি থেকে নেয়া হয় ২০ থেকে ৫০টাকা।এ অভিযোগ বেশ কিছু দিনের। চাঁদা উত্তোলন করতে ফারুক মেম্বারের রয়েছে ৬/৭ জনের একটি টিম।টিমের মধ্যে রয়েছেন, সাখালী, জসিম উদ্দিন, আওয়ামীলীগের ইউপি মহিলা সদস্য নিলোফা বেগম,আহমদ,মুরব্বি সফিক মিয়া।এছাড়াও ফারুক মেম্বার এর উপর বেশ কিছু অভিযোগ রয়েছে, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা বয়স্ক ভাতায় নাম দিতে প্রত্যেক নামে দিতে হয় ২থেকে ৩হাজার টাকা।বার বার অভিযোগ আনলেও ইউপি চেয়ারম্যান এর সাথে আত্মীয় সম্পর্ক (বেয়াই)থাকায় রয়ে যান ধরা ছোঁয়ার বাহিরে