সর্বশেষ

» সিলেটের কোম্পানীগঞ্জে ফার্মেসিতে হামলা, ভাংচুর ও লুটপাট

প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০২৫ | শুক্রবার

আব্দুল গাফফার: সিলেটের কোম্পানীগঞ্জে ফার্মেসিতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় ৯জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ফার্মেসির মালিক স্থানীয় নভাঙ্গী গ্রামের সফর আলী। গতকাল বৃহস্পতিবার (২ অক্টেবর) সন্ধ্যা ৭টায় থানাস্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত ফার্মেসী পরিচালক মাহফুজ ইসলাম সাঈদকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফার্মেসির পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে হামলার এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। হামলার ঘটনায় ফার্মেসির ২ লাখ টাকার ক্ষতি সাধন ও নগদ দেড়লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
মামলার এজাহারভুক্ত আসামীরা হলেন- কোম্পানীগঞ্জ থানার বুড়দেও গ্রামের আবিদুর রহমান ও তার ভাই সাইফুর রহমান, একই গ্রামের জামিল, কয়েস, কামরুল ইসলাম, আলিমুল, ফয়ছল, ইয়াহিয়া ও তারেকসহ অজ্ঞাত আরও ৫/৬ জন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ ঘটনা ও মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।