সর্বশেষ

» তারুণ্যের সাথে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা’র মতবিনিময় সভা

প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০২৫ | রবিবার

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি পরিবর্তনের রাজনীতি করে। সাম্য ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাসী। তিনি বলেন, এখন তরুণদের সময়, তাদের তারুণ্য কাজে লাগিয়েই আগামীর সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। তাই আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য।

রোববার (৫ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে আগামীর বাংলাদেশ বির্নিমানে তরুণ প্রজন্মের ভূমিকা ও ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় বৈরাগী বাজারস্থ একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে ইউনিয়ন ছাত্রদল ও সেচ্ছাসেবকদল। সভায় এলাকার কয়েক শতাধিক তরুণ-তরুণী অংশ নেন এবং নানা প্রশ্ন ও চিন্তার কথা তুলে ধরেন।

প্রশ্নের জবাবে ইলিয়াসপত্নী লুনা বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। কারণ তরুণরাই আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে আমাদের ফ্যাসিবাদমুক্ত করেছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি হলো সেই রূপরেখা, যেখানে শিক্ষা, কর্মসংস্থান, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তরুণরাই এই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। আমরা যদি সচেতন, দেশপ্রেমিক ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি করতে পারি, তবে নতুন বাংলাদেশ গড়ে উঠবে গণতন্ত্র, ন্যায় ও উন্নয়নের ভিত্তির ওপর।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের চিন্তা ও প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়েই তৈরি হবে নতুন নেতৃত্ব। রাজনীতিকে পুনরুদ্ধার করতে হবে মূল্যবোধ ও নৈতিকতার ওপর। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই নতুন প্রজন্মের রাজনীতি প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে কাজ করছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন হবে। আর এরমধ্যে আছে আদর্শভিত্তিক ছাত্র রাজনীতি সৃষ্টি, অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি করে তরুণদের কাজে লাগানো, রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মুদ্রাস্থীতি কমিয়ে দ্রব্যমূল্যের দাম যৌক্তিক পর্যায়ে নেয়া, দুর্ণীতি প্রতিরোধে দৃশ্যমান পদক্ষেপ, নীতিমালার প্রণনয়নের মধ্য দিয়ে যুবকদের কাজে লাগানো, বেকার ভাতা চালু, সরকারী সেবা বিকেন্দ্রীকরণ, শ্রমজীবিদের ন্যায্য।

রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজন খানের সভাপতিত্বে ও এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি এম. আব্দুল কাদির মিলন, আলিম উদ্দিন, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাকির আহমদ, সাধারণ সম্পাদক হেলাল আহমদ ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মনোয়ার খানের যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইউনিয়ন ছাত্রদল নেতা মাহবুব আলম এবং গীতা পাঠ করেন শিউলী রাণি মালাকার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমদ তুলাই সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।