সর্বশেষ

» সিলেট কালীবাড়ী এলাকায়-গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসায় আগুন

প্রকাশিত: ০৯. অক্টোবর. ২০২৫ | বৃহস্পতিবার

সিলেট বিএম ডেস্ক ::: সিলেট সিটি ৮নং ওয়ার্ডস্থ কালীবাড়ী শাহজালাল আবাসিক এলকায় একটি টিনশেড এর বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও অগ্নিকাণ্ডে বাসার জিনিসপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার দুপুরে দিকে শাহজালাল আবাসিক এলকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কতুব উদ্দিন জানান, বাসার রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসায় থাকা বিভিন্ন জিনিস পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।