সর্বশেষ

» বিয়েতে বেড়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২৫ | বুধবার

সিলেট বিএম ডেস্ক ::: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের চানপুর চা বাগানে চাচাতো ভাই শাহ আলমের বাড়িতে বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে চা বাগান এলাকার একটি ডুবার জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন – রামগঙ্গা গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার কন্যা মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর কন্যা শামিমা আক্তার (১২)ও মজিদ আলীর কন্যা ছানিয়া আক্তার (৯)।

জানা যায়, তিন শিশু পরিবারের সাথে একসঙ্গে চান্দপুর চা বাগানে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে এসেছিল। দুপুরের পর থেকে তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাগানের পাশের একটি জলাশয়ে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে। বিস্তারিত তদন্ত চলছে।