সর্বশেষ

» সিলেট জালালাবাদ থানা পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২৫ | বুধবার

মোঃ জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার সিলেট:- বুধবার (২২ অক্টোবর) ২৫ইং তারিখে, সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত গ্রেফতারি পরোয়ানার আসামী ফরিদ (৩৫), পিতা:- মৃত মদরিছ আলী, সাং:- টুকেরগাঁও, মাধবপুর কে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দ্রুত বিচার – ১।০৪/১০, জিআর- ৬৮/১০ (ছাতক), সাজার পরিমান ০২ ( দুই) বছর ০৬ মাস এবং ৫০০০/= পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ০১ মাস বিনাশ্রম করাদন্ডের আদেশ রয়েছে। ২। দ্রুত বিচার – ৭/১১, জিআর-১২৯/১১ ছাতক।

ফরিদের গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন, জালালাবাদ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী।