সর্বশেষ

» সিলেটের আখালিয়ায় সড়কে ডাম্পিং স্টেশন, দুর্গন্ধে নাকাল মানুষ

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২৫ | শুক্রবার

সিলেটের আখালিয়ায় সড়কে ডাম্পিং স্টেশন, দুর্গন্ধে নাকাল মানুষ

মোঃ জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার সিলেট:

সিলেট নগরীর আখালিয়া মাউন্ট এডোরা হাস্পাতালের পাশে সিলেট-সুনামগঞ্জ সড়কের ওপর থেকেই বর্জ্য ডাম্পিং স্টেশন কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশন। ফলে ময়লা-আবর্জনার দুর্গন্ধে নাকাল পথচারী ও সাধারণ মানুষ।

প্রতিদিন সকাল হলেই নগরীর ৮, ৯, ও ৩৭, নং ওয়ার্ডের ভ্যান সার্ভিস কর্মীরা বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লা-আবর্জনা ভ্যানে করে আখালিয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়কের ওপর জড়ো হতে থাকেন। দুপুরের দিকে সিটি কর্পোরেশনের আবর্জনা ট্রাক বর্জ্যগুলো নিতে আসলে সড়কের এক ল্যান বন্ধ করে শুরু হয় আনলোড ও স্থানান্তর কার্যক্রম। কখনো কখনো চলতে থাকে রাত অবধি। দিনের বেলায় খোলামেলা বর্জ্য অপসারণ চলতে থাকায় তার দুর্গন্ধে পথচারী ও সাধারণ মানুষজন দুর্ভোগে পড়েন।

তিনটি ওয়ার্ডের প্রায় ৪৭ টি বর্জ্যবাহী ভ্যান এক স্থানে জড়ো হওয়ার ফলে প্রায়ই লেগে যায় যানযট । একেতো ময়লা- আবর্জনার দুর্গন্ধ তারপর যানযট। দুইয়ে মিলে মানুষ যেন চরম ভোগান্তির শিকার।

ডাম্পিং স্টেশনের কয়েকশো মিটারের মধ্যেই মাউন্ট এডোরা হাস্পাতাল, আখালিয়া নবাবী মসজিদ, বেশ কিছু ফার্মেসী ও খাবার হোটেল থাকলেও দীর্ঘদিন থেকে জনদুর্ভোগ সৃষ্টিকারী এই ডাম্পিং স্টেশন স্থানান্তর করতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ উদাসীনতার ভুমিকায় রয়েছে বলে ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ।

সিসিক বর্জ্য ব্যবস্থাপনা শাখা প্রধান কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন জানান, সিটি কর্পোরেশন এলাকায় এখনো পর্যন্ত স্থায়ী ৫টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র বা এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) নির্মাণ করা হয়েছে। বর্ধিত ওয়ার্ডগুলো সহ নগরীতে আরও ১৮ টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র বা এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) নির্মাণ করা প্রয়োজন। নির্বাচিত কাউন্সিলর ও মেয়র না থাকায় সেই কাজ ধীরগতিতে এগুচ্ছে। আখালিয়ার বিষয়ে আপাতত দুঃখপ্রকাশ করা ছাড়া কিছু করার নেই।