সর্বশেষ

» সিলেটে খুনের আসামী চট্টগ্রামে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২৫ | রবিবার

সিলেট বিএম ডেস্ক ::: সিলেটের কিনব্রিজের উত্তরপ্রান্তে ছুরিকাঘাতে ডালিম মিয়া নামের এক যুবক খুনের মামলার আসামী রাজ আহমদ ওরফে আবদুল আহাদকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রাজ ওই হত্যা মামলার এজহারনামীয় ২নং আসামী।

 

রাজ আহমদ ওরফে আবদুল আহাদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খানুয়া গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, ডালিম মিয়ার হত্যাকারীরা তারা পূর্ব পরিচিত। হত্যাকান্ডের সাথে জড়িতরা চিহ্নিত চোর ও ছিনতাইকারী চক্রের সদস্য। গত ৭ আগস্ট রাত ১১টা ২৫ মিনিটের দিকে কিনব্রিজ এলাকায় ডালিমকে তার বন্ধুরা অপরাধমূলক কাজ করার প্রস্তাব দিলে সে প্রত্যাখান করে। একপর্যায়ে ডালিম তার বন্ধুদের অপরাধ কর্মকান্ড পুলিশকে জানানোর ভয় দেখায়। এতে ক্ষিপ্ত হয়ে রাজ পেছন থেকে ডালিমকে ধরে রাখে এবং ১নং আসামী শেখ মনির ওরফে কালা মনির ছুরিকাঘাত করে। সাথে বাকি বন্ধুরাও তাকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ৮ আগস্ট দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় ডালিমের মা বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং এরই ধারাবাহিকতায় রাজকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, এর আগে ১১ আগস্ট মামলার ১নং আসামী শেখ মনির ওরফে কালা মনিরকে গ্রেফতার করেছিল র‌্যাব।