সর্বশেষ

» জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: ৩১. জুলাই. ২০২৫ | বৃহস্পতিবার

সিলেট বিএম ডেস্ক :::: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. তারিকুল ইসলাম বলেছেন, শিক্ষা ছাড়া জাতির উন্নতি হয় না। তাই সব শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা অর্জন করতে হলে ভালো করে পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে। একজন আদর্শবান নাগরিক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
তিনি বলেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো করে পড়ানোর জন্যই আজ শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বাহিরে গিয়ে উচ্চ শিক্ষা অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলে সমাজে ভালো স্থান পাওয়া যায়। ভালো ফল করা মানে কেবল ভালো গ্রেড পাওয়া নয়, বরং এটি ভালো কলেজে ভর্তি, ভালো চাকরি এবং ভবিষ্যতের জন্য একটি ভালো সুযোগ তৈরি করা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২টায় শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বালক শাখার এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল এবং গণিত বিভাগের প্রভাষক মো. আজাদ মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ড. নুরুল ইসলাম, আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক আব্দুর রব, সাবেক শিক্ষক এখলাছুর রহমান।
এদিকে, সকাল ১১টায় শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বালিকা শাখার এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা রুবানা আক্তার রুবা এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার উম্মেহানি ইসলাম।
শ্রেণী শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ১০ম শাখার শ্রেণী শিক্ষক জাকিয়া ফেরওদৌসী। কৃতি ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মারিয়া হক। কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা পাঠ করেন নওমী মাহমুদ ও রিতাজ হক। বিজ্ঞপ্তি